ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সংবিধান অনুসারেই আগামী নির্বাচন: তোফায়েল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১২, ৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হবে। নির্বাচনে যারা জয়লাভ করবে তারাই সরকার গঠন করবে।  

শনিবার (০৩ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সোচ্চার থাকতে হবে। যাতে করে কোনো অপশক্তি দেশের মধ্যে নতুন করে গোলযোগ সৃষ্টি করেতে না পারে।

তোফায়েল আহমেদ আরো বলেন, আমরা দুইটি স্বপ্ন নিয়ে সরকার গঠন করেছি। একটি হল ডিজিটাল বাংলাদেশ গঠন করা, অপরটি হল ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠন। এক সময় এদেশকে তুচ্ছ করে বলা হতো তলাবিহীন ঝুঁড়ি, এখন বলে বিস্ময়কর উত্থানের রোল মডেল হচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে আজ ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তব। দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০৪১ সালে আমরা বিশ্বের উন্নত দেশে পরিণত হব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী মো. মুজিবুল হক, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম।  

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি